গাজীপুরে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সাপ্তাহিক “অগ্রযাত্রা” পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 248 0
ছবি,উপস্থিত সাংবাদিকবৃন্দ
রেজানুর ইসলাম,গাজীপুর:
২০১৩ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করে অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা। ঢাকা থেকে নিয়মিত প্রকাশিত এ পত্রিকাটি সাহসী সাংবাদিকতার মাধ্যমে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে৷ বিশেষ করে ২০২০ সালে অগ্রযাত্রা'র অনুসন্ধানী সাংবাদিকদের নিয়ে বিশেষ অনুসন্ধানী শাখা অগ্রযাত্রা এন্টি ক্রাইম ইউনিট গঠিত হবার পর এক বছরে টানা ৪২ টি সফল অপারেশন সম্পন্ন করে দেশের অপরাধীদের চরম আতঙ্কে পরিনত হয়েছে অগ্রযাত্রা। অগ্রযাত্রা'র তৎপরতায় অবৈধ অস্ত্র উদ্ধার,বিভিন্ন প্রতারক চক্র আটক,ভুয়া সাংবাদিকচক্র আটক,বিটকয়েন চক্র আটক,মাদক কারবারী আটক,ভুয়া সিআইডি আটক,রাষ্ট্রবিরোধী সাইবার সন্ত্রাসী আটকসহ আরো নানান অপরাধীচক্র আটক হয়েছে। নিখুত অনুসন্ধান,সাহসীকতা,দক্ষতা ও সততার মেলবন্ধনে ভিন্নধর্মী সাংবাদিকতার মাধ্যমে দেশ,সমাজ ও জনতার স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে অগ্রযাত্রা'র সংবাদকর্মীরা।
১৫ জুলাই অগ্রযাত্রা'র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য জেলা,উপজেলায় কেক কেটে ও মাস্ক বিতরণের মাধ্যমে স্বল্প পরিসরে পত্রিকাটির ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়৷ দুরন্ত,দূর্বার,সাহসী অভিযাত্রা'র ৮ম বর্ষপূর্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের বোর্ডবাজারস্থ নিজ কার্যালযে পত্রিকার নির্বাহী সম্পাদক মো: রেজানুর ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রার ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রযাত্রা পত্রিকার ঢাকা ব্যুরো প্রধান নবী মাহমুদ,গাছা থানা প্রেসক্লাবের সভাপতি আমির আলী,সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, গাছা থানার ৩৫ নং বিটের ইনচার্জ আবদুল্লাহ ইবনে সাঈদ,৩৪ নং বিটের ইনচার্জ মমিনুল ইসলাম গোলাপ,৩২ নং বিটের ইনচার্জ উৎপল কুমার সাহা, খবরের সময় পত্রিকার সম্পাদক ও দৈনিক প্রথম কথা পত্রিকার সিনিয়র রিপোর্টার আলমগীর কবির,গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদ খান, চ্যানেল এইচ টিভির ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম,ল্যাঙ্গুয়েজ স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য হালিম মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী শাহিন মিয়া, সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।পরিশেষে নির্বাহী সম্পাদক মো: রেজানুর ইসলামের সঞ্চালণায়,জামাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত বিভিন্ন,প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সামনে কেক কেটে ও প্রীতিভোজের মাধ্যমে অগ্রযাত্রা পত্রিকার ৮ম বর্ষপূর্তী অনুষ্ঠান পালন করা হয়। উপস্থিত সকলেই অগ্রযাত্রা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।